Je Khanei Thako Sukhe Thako

যেখানেই থাকো, সুখে থাকো
এই আমি শুধু চাই
এই শুভ রাতে, এই কামনাতে
আমি যে তাই গান গাই

যেখানেই থাকো, সুখে থাকো
এই আমি শুধু চাই
এই শুভ রাতে, এই কামনাতে
আমি যে তাই গান গাই

মনে করো এ গান আমার
অনুরাগে ভরা উপহার
মনে করো এ গান আমার
অনুরাগে ভরা উপহার

আমার প্রাণের মাঝে নিত্য যে সুর বাজে
আমি রেখে যাই তাই

যেখানেই থাকো, সুখে থাকো
এই আমি শুধু চাই
এই শুভ রাতে, এই কামনাতে
আমি যে তাই গান গাই

আমার যত সাধ হারালো যে আজ
ফিরে পাবো তাকে যে আবার
আমার যত সাধ হারালো যে আজ
ফিরে পাবো তাকে যে আবার

এ জীবন চলে গেলে, নতুন জন্ম এলে
এই আমি বলে যাই

যেখানেই থাকো, সুখে থাকো
এই আমি শুধু চাই
এই শুভ রাতে, এই কামনাতে
আমি যে তাই গান গাই



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link