Rim Jhim Rim Jhim

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
গৃহকোণে একা আমি ঘুমহারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা

ঘুমন্ত ধরা মাঝে জল-নূপুর বাজে
ঘুমন্ত ধরা মাঝে জল-নূপুর বাজে
বিবাগী মন মোর হল পথহারা
বিবাগী মন মোর হল পথহারা

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা

চেনা দিনের কথা ভেজা সুবাসে
অতীত স্মৃতি হ'য়ে ফিরে ফিরে আসে
এমনি ছলছল ভরা সে-বাদরে
এমনি ছলছল ভরা সে-বাদরে
তোমাকে পাওয়া মোর হয়েছিল সারা
তোমাকে পাওয়া মোর হয়েছিল সারা

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
গৃহকোণে একা আমি ঘুমহারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝরে শাওন ধারা



Credits
Writer(s): Tanvir Naqvi, Khawaja Khurshid Anwar
Lyrics powered by www.musixmatch.com

Link