Bhule Jao

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে

যে ভুল আমি করেছি ভুলে
চাই না তুমি ক্ষমা করো
দোষী আমি নিজেরই দোষে
অভিশাপ দিও যত পারো

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে

এমনও অপরাধ হয়
বিবেককে নাড়া দিয়ে যায়
মন থেকে যায় না মুছে
হাজারো অনুশোচনা

যে ভুল আমি করেছি ভুলে
চাই না তুমি ক্ষমা করো
দোষী আমি নিজেরই দোষে
অভিশাপ দিও যত পারো

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে

বিশ্বাসে প্রেম বেঁচে রয়
সন্দেহে শুধু গিলে যায়
সন্দেহ, অবিশ্বাসে
গিলেছিল মন অযথাই

যে ভুল আমি করেছি ভুলে
চাই না তুমি ক্ষমা করো
দোষী আমি নিজেরই দোষে
অভিশাপ দিও যত পারো

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে

যে ভুল আমি করেছি ভুলে
চাই না তুমি ক্ষমা করো
দোষী আমি নিজেরই দোষে
অভিশাপ দিও যত পারো

ভুলে যাও, যাও ভুলে
চলে যাও, যাও চলে
বন্ধন ছিন্ন করে
সুখী হও নতুন করে



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link