Tumi Nei

তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা
তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা

তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার
তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার

তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা

আকাশের মতো ছিল ভালোবাসা সীমাহীন
আমাকে বোঝোনি কখনো কোনোদিন
ও, আকাশের মতো ছিল ভালোবাসা সীমাহীন
আমাকে বোঝোনি কখনো কোনোদিন

তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার
তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার

তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা

মৌনতা ছুঁয়ে আছে শুধু এই ভাঙা মন
চেয়ে তুমি দেখোনি হৃদয়ে কি ভাঙন
ও, মৌনতা ছুঁয়ে আছে শুধু এই ভাঙা মন
চেয়ে তুমি দেখোনি হৃদয়ে কি ভাঙন

তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার
তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার

তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা
তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা

তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার
তুমি নেই, তুমি নেই, জীবন আঁধার
তুমি নেই, কিছু নেই এইতো আমার

তোমারই কারণে আজ আমি দিশেহারা
তোমারই বিরহে নিভে গেছে সব তারা



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link