Keno Dure Giye

কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায়
অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায়
পথ ভুল করে ভাঙা ঘরে এসেছো কিসের মায়ায়
বুকের ক্ষত গভীর এত, অনুভতি পাথর হয়ে যায়

কবিতার সুখ, সেই প্রিয় মুখ
আজ এই মনে জাগায় বেদনা উত্তাল
তুমি আমি নেই আর চেনা সেই
যাও ফিরে যাও যেখানে সুখের মায়াজাল

বরষার ঢেউ দেখলো না কেউ
আকাশের রোদে তুমিও ভেজালে হৃদয়
জোছনার বন, সুরের আলাপন
সবকিছুতেই লুকানো এক ভয়

কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায়
অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায়
পথ ভুল করে ভাঙা ঘরে এসেছো কিসের মায়ায়
না বলা ব্যথা বাড়ায় নীরাবতা

যে সময় দাঁড়িয়ে ছিলাম আমি তোমার দরজায় হয়ে অসহায়
অচেনা মোহে মিছে কলহে সে সময় তুমি হারালে সুদূর অজানায়
ফেলে আসা দিন যেন সীমাহীন অমাবস্যা নিয়ে আসা চোখের দাওয়ায়
বড় ভাল সেই, তুমি কাছে নেই, হারানোর ভয় জাগে না চৈতালি হাওয়ায়
একা হয়ে খুব তুমি দিও ডুব জনহীন শুকনো মরুর অববাহিকায়

বিশ্বাস যদি ভেঙে যায় হঠাৎ মাঝপথে এসে
নিজেকেই অপরাধী ভেবে চলি মেঘের স্রোত ভেসে
কেন এতদিন পরে আবারও কাছে এসে ফিরে
সব এলোমেলো করে ঝড় তুলেছো সাজানো নীড়ে

যে সময় দাঁড়িয়ে ছিলাম আমি তোমার দরজায় হয়ে অসহায়
অচেনা মোহে মিছে কলহে সে সময় তুমি হারালে
কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায়
অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায়



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link