Jani Akdin - Male Version

জানি একদিন আমি চলে যাব সব ই ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও ও

জানি একদিন আমি চলে যাব সব ই ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সব ই ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ও ও

জানি একদিন ভুলে যাবে সবাই
আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও জানি একদিন এক মুহূর্ত কারও
মনে পড়বেনা আমার কথা

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সব ই ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

জানি একদিন দূর থেকে দেখব সবার
এই ভুলে যাওয়া
ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু
অস্রুর ই ধারা

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সব ই ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব ও ও ও...



Credits
Writer(s): Hridoy Khan, Nijhu
Lyrics powered by www.musixmatch.com

Link