Aloy Bhaloy

আজ থেকে পাল্টে যাবে চারিপাশ
শেষ হবে শূন্যতার সহবাস

আজ থেকে আকাশে নামবো খালি পায়ে
দুরূহ আদরের ব্যথায় হাসবো বারোমাস

জাহাজ ভিড়েছে বন্দরে
সুখ বিকোচ্ছে কম দরে
কিনে রেখে দিতে পারো অন্দরে
নাকি পাড়ি তেপান্তরে
তুমিই বেছে নাও

আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম

পথেঘাটে কটা পোড়া মোমবাতি জুটে যায়
ওরা ফাঁকা মাঠে টিমটিমে মিঠে সন্ধ্যে নামায়
'ভালো আছি'- মুখে বললেও লাগে ভালো
আর তারই সাথে না-পাওয়াগুলো কান্না থামায়

কুড়িয়ে-কাছিয়ে খড়কুটো
আগলে রেখো না দোর দুটো
ভেঙে এই খাঁচার জীবন ঝুটো
ইচ্ছে উড়িয়ো মুঠো মুঠো
নিজের হাতেই যদি চাও

আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম

জাহাজ ভিড়েছে বন্দরে
সুখ বিকোচ্ছে কম দরে
কিনে রেখে দিতে পারো অন্দরে
নাকি পাড়ি তেপান্তরে

আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম

আলোয় ভালোয় মন মাখলাম
আয়নার খাতায় চুকিয়ে দাম
মুছে ফেলে ভীতু বদনাম
আলোয় ভালোয় মন মাখলাম



Credits
Writer(s): Tamal Kanti Halder
Lyrics powered by www.musixmatch.com

Link