Chinile Na Amare Ki

চিনিলে না আমারে কি
চিনিলে না
দীপহারা কোণে
আমি ছিনু অন্যমনে
ফিরে গেলে কারেও না দেখি
চিনিলে না

চিনিলে না আমারে কি
চিনিলে না

দ্বারে এসে গেলে ভুলে
পরশনে দ্বার যেত খুলে
দ্বারে এসে গেলে ভুলে
পরশনে দ্বার যেত খুলে
মোর ভাগ্যতরী
এটুকু বাধায় গেল ঠেকি
চিনিলে না

চিনিলে না আমারে কি
চিনিলে না

ঝড়ের রাতে ছিনু প্রহর গণি
হায়, শুনি নাই, শুনি নাই
রথের ধ্বনি
তব রথের ধ্বনি

ঝড়ের রাতে ছিনু প্রহর গণি
হায়, শুনি নাই, শুনি নাই
রথের ধ্বনি
তব রথের ধ্বনি

গুরুগুরু গরজনে কাঁপি
বক্ষ ধরিয়াছিনু চাপি
আকাশে বিদ্যুতবহ্নি
অভিশাপ গেল লেখি
চিনিলে না

চিনিলে না আমারে কি
চিনিলে না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link