Tumi Acho

তুমি আছো ভালোলাগা কিছু কবিতায়
সুখের প্লাবন এনে দেওয়া কোন বরষায়
তুমি আছো আলোকিত রাতের তারায়
রেশমি সুতোয় ভাবনায় জড়ানো মায়ায়।
তুমি আছো ভালোলাগা কিছু কবিতায়
সুখের প্লাবন এনে দেওয়া কোন বরষায়
তুমি আছো মুখরিত সুখ বিলাশে
চিড়ায়ত স্বপ্ন বোনা শত আভাসে
তুমি আছো একমুঠো রোদের ছটায়
জীবন সীমায় রক্ত গোলাপের বাসনায়
তুমি আছো ভালোলাগা কিছু কবিতায়
সুখের প্লাবন এনে দেওয়া কোন বরষায়
তুমি আছো অবারিত কোন সুখেতে
স্ব রচিত কাব্য করা কোন চোখেতে
তুমি আছো একমুঠো মাতাল হাওয়ায়
সিক্ত হৃদয় ভাবনায় জড়ানো মায়ায়
তুমি আছো ভালোলাগা কিছু কবিতায়
সুখের প্লাবন এনে দেওয়া কোন বরষায়
তুমি আছো আলোকিত রাতের তারায়
রেশমি সুতোয় ভাবনায় জড়ানো মায়ায়।
তুমি আছো ভালোলাগা কিছু কবিতায়



Credits
Writer(s): Rana Mazumder, Meet Bros Anjjan
Lyrics powered by www.musixmatch.com

Link