Deshlai Kathi

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস
আমি একটা দেশলাইয়ের কাঠি

মনে আছে সেদিন হুলস্থূল বেধেছিল?
ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন
আমাকে অবজ্ঞাভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়
কত ঘরকে দিয়েছি পুড়িয়ে
কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ
আমি একাই, ছোট্ট একটা দেশলাই কাঠি

এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে
তবুও অবজ্ঞা করবে আমাদের?
মনে নেই? এই সেদিন
আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে
চমকে উঠেছিলে
আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ

আমাদের কী অসীম শক্তি
তা তো অনুভব করেছ বারংবার
তবু কেন বোঝো না
আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে
আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব
শহরে-গঞ্জে-গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে

আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায়
তা তো তোমরা জানোই
কিন্তু তোমরা তো জানো না
কবে আমরা জ্বলে উঠব
সবাই শেষবারের মতো



Credits
Writer(s): Sukanta Bhattacharyay
Lyrics powered by www.musixmatch.com

Link