Oparagota

দেয়ালগুলো হঠাৎ যেন আয়না
মুখটা কোথাও লুকানো তো যায় না
আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গী

ঘুম উড়ে যায় কর্পূর হয়ে দু'চোখ থেকে
সোজা পথটা হঠাৎ করেই যাচ্ছে বেঁকে
কে যেন কে বলছে আমায়, "তোমার নেই তো ক্ষমা"
অনুশোচনার একটা পাহাড় হচ্ছে বুকে জমা

আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গী

নীল হয়ে যায় নিষ্ঠুর কালো চারিপাশে
আমি নষ্ট, নীরব কষ্ট কষ্টে হাসে
কে যেন কে দিচ্ছে আমায় অভিশাপের জ্বালা
পৃথিবী যেন বলছে আমায়, "পালা, এবার পালা"

আমার ভিতর অন্য আমি করলো আমায় বন্দী
অপরাগতার সাথে আমার নতুন হলো সঙ্গী



Credits
Writer(s): Arfin Rumey, Kabir Bakul
Lyrics powered by www.musixmatch.com

Link