Brishti Pore Tapur Tupur

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
হৃদয় ভরে বান
আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
হৃদয় ভরে বান
আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

রবিঠাকুরের গান
রবিঠাকুরের গান

আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

রবিঠাকুরের গান
রবিঠাকুরের গান

আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

রবিঠাকুরের গান, ওরে ভাই
রবিঠাকুরের ছবি
ঘরে এবং ঘরের বাইরে
যখন একলা হবি

রবিঠাকুরের গান, ওরে ভাই
রবিঠাকুরের ছবি
ঘরে এবং ঘরের বাইরে
যখন একলা হবি

কাজিফুল কুড়োতে কুড়োতে
জড়িয়ে গেলি মালায়
হাত ঝুমঝুম, পা ঝুমঝুম
এক ঠাকুরের জ্বালায়

কাজিফুল কুড়োতে কুড়োতে
জড়িয়ে গেলি মালায়
হাত ঝুমঝুম, পা ঝুমঝুম
এক ঠাকুরের জ্বালায়

হাত ঝুমঝুম, পা ঝুমঝুম
ছন্দে বাজে প্রাণ
আকাশ বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

হাত ঝুমঝুম, পা ঝুমঝুম
ছন্দে বাজে প্রাণ
আকাশ বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
হৃদয় ভরে বান
আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান

রবিঠাকুরের গান
রবিঠাকুরের গান

আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান
আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান
আকাশ-বাতাস ছেয়ে রয়েছে
রবিঠাকুরের গান



Credits
Writer(s): Raja Chattapadhya
Lyrics powered by www.musixmatch.com

Link