Sukh Dukha

সুখ-দুঃখ পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
সুখ-দুঃখ পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার

সুখ-দুঃখ পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার

আশা-ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়া যে ঘর
ও আশা-ভালোবাসা দিয়ে তিলে তিলে গড়া যে ঘর
সে ঘরও ভেঙে দিয়ে যায় হাওয়া হয়ে বৈশাখী ঝড়

ভাঙা-গড়া পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার

পারে না তো বইতে সবাই সংসারের গুরুভার
ও পারে না তো বইতে সবাই সংসারের গুরুভার
বইতে পারে বোঝা সেই জন মানে না যে কভু হার

হার-জিত পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার

রাতের আঁধার শেষে আলো দেখে ভেঙে যায় ঘুম
ও রাতের আঁধার শেষে আলো দেখে ভেঙে যায় ঘুম
কূলহারা ফিরলে কূলে নয়নঅশ্রু হয় ফুল

আলো-ছায়া পাশাপাশি জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার

পূজা হলে সমাপন বিসর্জন হয় দেবতার
ও পূজা হলে সমাপন বিসর্জন হয় দেবতার
ধরে রাখা যায় না তাঁরে, থাকে শুধু রেশটুকু তাঁর

আবাহন-বিসর্জন, জীবন নদীর দু'টি পাড়
আবাহন-বিসর্জন, জীবন নদীর দু'টি পাড়
এরই মাঝে গড়ে মানুষ সুখের সোনার সংসার



Credits
Writer(s): Nitin Mukesh
Lyrics powered by www.musixmatch.com

Link