O Mona

ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
ওপারেতে যাইতে হবে, দয়ালেরি ডাকে
ও... সুখের লাগি মাতিস না রে -
ময়নারে তুই পাপে
হিসাব তোরে দিতে হবে, তারই ইশারাতে।
কারো পূর্ণে যাবে না, জীবনরে তোর হায়।
তারই খেলা বোঝা হায়রে, এত সহজ নয়।
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
খুজে পেতে দেখ না চেয়ে,
কি হবে তদ্ববিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?
ও মনা তুই ভাবিস কেন,
কি আছে তক্বদিরে?



Credits
Writer(s): Ark Band
Lyrics powered by www.musixmatch.com

Link