Nobi Mor Porosh Moni

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি.

>••<
>••<

নবী মোর নুরে খোদা
তার তরে সকল পয়দা.

নবী মোর নুরে খোদা
তার তরে সকল পয়দা.
আদমের কলবেতে তারই নুরের রৌশনী.
ঐ নামের সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া...

>••<

ও নামের সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া...
ও নামে আকুল হয়ে ফুল ফোঁটে সোনার বরণে.
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি.

>••<

চাঁদ সুরুয গ্রহ তারা
তারই নূরের ইশারা...
চাঁদ সুরুয গ্রহ তারা
তারই নূরের ইশারা...
নইলে যে অন্ধকারে ডুবিত, এই ধরণী.
নিদানে আখেরাতে
ত্বরাতে পুল সিরাতে...

>••<

নিদানে আখেরাতে
ত্বরাতে পুল সিরাতে...
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী...
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link