Ekhoni Shomoy (feat. Kona)

এমনি যদি হয়
এখন আর কিসের ভয়
জানি এই দিলে সয়
আর কিছু বাকি নেই
আর কিছু মানিনা
আর কিছু বুঝিনা
মনের ওই পথটা
তোর পানে ছুটে যায়

অলস পথে তোর ছায়া
মনে কিসের মায়া
মনটা উড়ু উড়ু উড়ু
মনটা ভীরু ভীরু ভীরু
হল শুরু

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময় (কিছু বলনা)

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময় (কিছু বলনা)

অতীতে ছিল যা
এখনি ভুলে যা
এমন করে কেউ বলবেনা
ভালোবাসি
শুরুটা যেখানে
চল ফিরি সেখানে
সত্যি করে বলনা তুই
চাসনা ফিরে আসতে

অলস পথে তোর ছায়া (তোর ছায়া)
মনে কিসের মায়া
মনটা উড়ু উড়ু উড়ু
মনটা ভীরু ভীরু ভীরু
হল শুরু

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময় (কিছু বলনা)

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময় (কিছু বলনা)

অলস পথে তোর ছায়া
মনে কিসের মায়া
মনটা তোর অজানা
তাই কিছু বুঝিনা
তুই কি এমন কিছুই ভাবিস?
ভুলে সব হতাশা
জমিয়ে রাখি আশা
আর কিছু চাইনা
চাই পাশে থাকিস

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়

এখনি সময় কিছু বলনা
আমার সাথে চলনা
এখনি সময়



Credits
Writer(s): Sheikh Adnan Almuqtadir
Lyrics powered by www.musixmatch.com

Link