Ek Poloke

এক পলকের জন্যে চোখের আড়াল হলে আমি
থেমে যেত নিঃশ্বাস, যেন মরে যেতে তুমি
এক পলকের জন্যে চোখের আড়াল হলে আমি
থেমে যেত নিঃশ্বাস, যেন মরে যেতে তুমি
সেই আমি আজ প্রবাসে কাটাই দিন
শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
আমি শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
হায়রে প্রেম, হায়রে ভালোবাসা
হায়রে ভালোবাসা

গাছতলাতে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিলে
সেই তুমি আজ প্রবাসে আমায় ঠেলে দিলে
গাছতলাতে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিলে
সেই তুমি আজ প্রবাসে আমায় ঠেলে দিলে
তুমি বিত্তের মাঝে চিত্তের সুখ চাও
সত্যি তোমায় বোঝা বড় যে কঠিন
শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
আমি শোধ করে যাই তোমার প্রেমের ঋণ

হায়রে প্রেম, হায়রে ভালোবাসা
হায়রে ভালোবাসা

এই জীবনে টাকাই হলো সুখের চাবিকাঠি
এই জগতে টাকা ছাড়া সবই যেন মাটি
এই জীবনে টাকাই হলো সুখের চাবিকাঠি
এই জগতে টাকা ছাড়া সবই যেন মাটি
তাই টাকার খোঁজে একলা কাটাই দিন
সত্যি জীবন বোঝা বড় যে কঠিন
শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
আমি শোধ করে যাই তোমার প্রেমের ঋণ

হায়রে প্রেম, হায়রে ভালোবাসা
হায়রে ভালোবাসা

এক পলকের জন্যে চোখের আড়াল হলে আমি
থেমে যেত নিঃশ্বাস, যেন মরে যেতে তুমি
এক পলকের জন্যে চোখের আড়াল হলে আমি
থেমে যেত নিঃশ্বাস, যেন মরে যেতে তুমি
সেই আমি আজ প্রবাসে কাটাই দিন
শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
আমি শোধ করে যাই তোমার প্রেমের ঋণ
হায়রে প্রেম, হায়রে ভালোবাসা
হায়রে ভালোবাসা



Credits
Writer(s): Farid Ahmed, Milton Khandaker
Lyrics powered by www.musixmatch.com

Link