Rokter Lal Poth Periye

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

মা গো মা, ওগো মা
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোরে ভালোবেসে

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

'৫২-র ২১ শে ফেব্রুয়ারি
একবার ঝরেছিল রক্ত পলাশ
'৭১-এ নতুন করে বাড়লো আবার
রক্তে লেখা হলো সেই ইতিহাস

মা গো মা, ওগো মা
তোর ছেলেরাই কাঁদতে জানে
তোর মেয়েরাই হাসতে জানে
তোর ছেলেরাই কাঁদতে জানে
তোর মেয়েরাই হাসতে জানে
তোরে ভালোবেসে

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

মেঘনা নদীর আদর ছোঁয়া এ দেশটাকে
শিল্পীর চোখ দিয়ে আঁকবো এবার
সমস্বরে ঘরে ঘরে তুলবো স্লোগান
কোটি কোটি মানুষের এক পরিবার

মা গো মা, ওগো মা
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোরে ভালোবেসে

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

মা গো মা, ওগো মা
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোর ছেলেরাই লড়তে জানে
তোর মেয়েরাই মরতে জানে
তোরে ভালোবেসে

প্রতিবাদ, প্রতিরোধ, ভেঙে সব অবরোধ
দেশটাকে আমরা এনেছি
ভুল নেই রত্তি, দেশটাই সত্যি
এই সত্যটাই জেনেছি

এই সত্যটাই জেনেছি
এই সত্যটাই জেনেছি



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link