Fokote

Sunscreen-এ ওরা কুমড়ো দেয়
আর shampoo-তে আমলকি
এত ক্ষীর সাবানে দিলে বাচ্চাগুলো খাবে কী?

Cavity-'র gravity রুখতে
দাঁতনে দিচ্ছে নুন
গুড়ে বালি ঢেলে ঢেলে
পিঁপড়েরা হচ্ছি খুন

ভালোবাসা কত টাকা kilo-তে দাও?
নাকি মেপে দিচ্ছ ঘণ্টায়?
আমি তো শুনেছিলাম টাকায় যায় না কেনা
তাই কি free-তে পেতেই মন চায়?

আর কী চাও, আর কী চাও?
আর কী চাও ফোকটে?
আর কী চাও, আর কী চাও?
আর কী চাও ফোকটে?

টাকা মাটি, আর মাটি টাকা
তাই হারিয়ে যাচ্ছে মাঠ
Bill Gates দা'র জানলা খুলে
দিব্যি কাটছে যে রাত

কেউ কেউ না খেয়ে মরছে
কেউ বেশি খেয়ে বমি
Romantic পদ্য লিখছেন
দাড়ি চুলকে কবি

ভালোবাসা কত centimeter চাও?
নাকি পাও capsules-এর পাতায়?
আমি তো শুনেছিলাম টাকায় যায় না কেনা
তাই কি free-তে পেতেই মন চায়?

আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?
আর কি চাও, আর কি চাও?
আর কী চাও ফোকটে?

আর কী কী চাও ফোকটে?



Credits
Writer(s): Road Roller
Lyrics powered by www.musixmatch.com

Link