Eka Eka

একা একা যায় কি থাকা?
বড় বেশি লাগে একা
প্রিয়া, আয়, আয়
তুই ঘরে ফিরে আয়

লাগে শূন্য তোর বিহনে
পুড়ছি আমি গোপনে
প্রিয়া রে, তোরে খুঁজি
তুই কোথায়?

জানি না কোথায়, তুই কোন অজানায়
পুড়ে যাচ্ছি আমি একা
জানি না কোথায়, তুই কোন অজানায়
জানি না কোথায়

এ শ্রাবণে বৃষ্টি ঝরে
থাকিস না হয়ে পর
ভুলে যা রে তুই অভিমান
আজীবন আমি শুধু তোর

আর কে পারে?
তুই ছাড়া কে রাখবে আমায় সুখী?
ও বল না কি ভুল ছিল আমার
বলে যা, শুকপাখি

জানি না কোথায়, তুই কোন অজানায়
পুড়ে যাচ্ছি আমি একা
জানি না কোথায়, তুই কোন অজানায়
জানি না কোথায়

এ অন্তরে বেঁধেছি তোরে
জানে খোদা-ঈশ্বর
ছুঁয়ে যা রে তুই, জানেমন
রাঙিয়ে দে বন্দর

আর কে পারে?
তুই ছাড়া কে রাখবে আমায় সুখী?
ও বল না কি ভুল ছিল আমার?
বলে যা, শুকপাখি

জানি না কোথায়, তুই কোন অজানায়
পুড়ে যাচ্ছি আমি একা
জানি না কোথায়, তুই কোন অজানায়
জানি না কোথায়

একা একা যায় কি থাকা?
বড় বেশি লাগে একা
প্রিয়া, আয়, আয়
তুই ঘরে ফিরে আয়

লাগে শুন্য তোর বিহনে
পুড়ছি আমি গোপনে
প্রিয়া রে, তোরে খুঁজি
তুই কোথায়

জানি না কোথায়, তুই কোন অজানায়
পুড়ে যাচ্ছি আমি একা
জানি না কোথায়, তুই কোন অজানায়
জানি না কোথায়



Credits
Writer(s): Joy Sarkar, Suchandra Chouwdhury
Lyrics powered by www.musixmatch.com

Link