Ja Pakhi (feat. Mala)

যারে ভেবে দিন কেটে যায় এ মনের গহীন ঘরে
যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে
যারে ভেবে দিন কেটে যায় এ মনের গহীন ঘরে
যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে
তবু কেন যে সে হায়, হারিয়ে যায়
যায়না ধরা তারে

যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে
যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে

ছিলাম আমি একলা ঘরে সুখ পাখিটার মতো
দিনে-দিনে তাকে ভেবে মনে জমে ক্ষত
ছিলাম আমি একলা ঘরে সুখ পাখিটার মতো
দিনে-দিনে তাকে ভেবে মনে জমে ক্ষত
এখন আছি বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে

যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে

এখন আমার মন বসে না অন্য কোনো কাজে
চোখে শুধু তারই ছায়া, কবে যে সে আসে
এখন আমার মন বসেনা অন্য কোনো কাজে
চোখে শুধু তারই ছায়া, কবে যে সে আসে
এখন আছি বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে

যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে

যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে
যা পাখি উড়ে যা রে
দেখলে বলে দিস তারে
আমি থাকবো বসে তার পথ চেয়ে
এই নদীর কিনারে



Credits
Writer(s): Sheikh Adnan Almuqtadir
Lyrics powered by www.musixmatch.com

Link