Dukkho Amar Bashor Raater

দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার।
সাত নদী হার কলঙ্ক।।

শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি।

মরমের আগুন এখন দ্বিগুন আমার।
দিবস রাতি নিঃসঙ্গ।।

সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকেতে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না।
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link