Jol Pore Pata Nore

পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে

ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে

পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম

ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে
ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে
হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে

ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে

পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম

ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে
ক্ষয়ে যাওয়া সময়ের গহিন ঘোরে
আকাশ কাঁদেই বলে বৃষ্টি ঝরে

ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে

পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম
ঢেউ গুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে
কত নদীশাখা স্রোত মিশে যায় সাগরে

ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে
ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে
চেয়ে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে

পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম
ফিরে যাবো আশা ছিলো, ডাকবেই ভাবলাম



Credits
Writer(s): Jinat Hakim, Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link