Saajan Rock The Dotara (Folk - Bandish Mix)

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালা কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলার পরনে শাড়ি
ঝলোমলো ঝলোমলো করে রে

ভালা কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ও তুই ভালা কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

नैन मोरे तरस गई रे
आजा बालम परदेसी
नैन मोरे तरस गए रे
आजा बालम परदेसी

পানসা জলে সাই ভাসায়ে
সাগরের বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম
কেউ না তা জানে রে

অকূল দরিয়ায় বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ায় বুঝি কূল নাই রে

साजन मोरे घर आये
साजन मोरे घर आये
अत मन्न सुख पाये
अत मन्न सुख पाये
साजन मोरे घर आये
साजन मोरे घर आये

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা
জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা
না, না, না, ছেড়ে দেবো না

তোমায় হৃদ-মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না
তোমায় হৃদয়-মাঝে রাখিবো, ছেড়ে দেবো না



Credits
Writer(s): Bickram Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link