Amar Sohor Kolkata

ব্যস্ত শহর মাঝে ঘুরছে ঘড়ির কাঁটা
উঠা-পড়া নিয়ে গড়া এ জীবনটা
জ্বলছে নিভছে নিয়নের মায়াজাল
কে কিভাবে চলে, সবই দাবার চাল

তবু চলতে হবে, চলারই নাম জীবন হয়
হেঁটে যেতে হবে বহুদূর বাঁচার দায়ে
জুড়বে, ভাঙবে, তবুও চলা থামবে না
রাতের এই মরীচিকা জানি পিছু ছাড়বে না

আমার শহর এ কোলকাতা
মায়ার শহর কোলকাতা
হারিয়ে সব জীবনের পথ
ফেরার শহর কোলকাতা

ধোঁয়া ধোঁয়া সে স্বপ্নগুলো
ফের কিভাবে মিশে গেল?
খুঁজে পাবে কি সে তার ঠিকানা?
মন কেন আজ যায় আশকারা
আধো ঘুমেও দিচ্ছে সাড়া
বলছে তোর আজ উড়তে নেই মানা

আজ নেই টাল-বাহানা, মেলে ইচ্ছেডানা
মায়াবী এ রাতে গা ভাসা
আজ নেই টাল-বাহানা, মেলে ইচ্ছেডানা
মায়াবী এ রাতে গা ভাসা

আমার শহর কোলকাতা
মায়ার শহর কোলকাতা
হারিয়ে সব জীবনের পথ
ফেরার শহর কোলকাতা

আমার শহর কোলকাতা
মায়ার শহর কোলকাতা
হারিয়ে সব জীবনের পথ
ফেরার শহর কোলকাতা

আমার শহর কোলকাতা
মায়ার শহর কোলকাতা
হারিয়ে সব জীবনের পথ
ফেরার শহর কোলকাতা



Credits
Writer(s): Dolaan Mainnakk
Lyrics powered by www.musixmatch.com

Link