Kobe

কবে
গুমোট কাঁচগুলো বাতাস হবে

কবে
গুমোট কাঁচগুলো বাতাস হবে
ঘড়ির কাঁটা বেয়ে
শরীরটুকু চেয়ে

পরীর পরমায়ু
ফুঁয়ে দেবে উড়িয়ে

শুয়ে
বুনোট ঘরগুলো আকাশ ছুঁয়ে
গ্রিল এর লোহা মুছে
মিল এর ভাষা ভুলে

বেলুন রঙা জীবাণু

ধুয়ে মেলে শুকিয়ে
নেবে
উড়ে না যায় ভেজা কাপড়
ঝোড়ো বিকেল ধরপাকড়

ঘরে আগল কাঁদে আদর
ঝরে বাদল তোর নামে

থামে
জমা বৃষ্টি হাতে হাতে নামে
যেমন করে জলে
বয়েস ভিজে চলে

আমার ভাঙা দলে
কাকে নেব ফিরিয়ে

চুপিচুপি চিলেকোঠা

গুটিসুটি ছাদে ওঠা
নানান বানান মানা ছিঁড়ে
দ্রুতপদে বা ধীরে
গ্যালো গ্যালো মৃত জীবন

রাসায়নিক নিহিত মন
হাত ঠ্যাকে ভেজা ভেজায়

যার যাবার সে বেরিয়ে যায়
গ্যাছে
আর ফিরবে না গাছের কাছে
ছিল যখন নিচে
মাটির ঘরে মিছে
এখন ঠোঁটে আগুন
ইচ্ছে নীল পুড়িয়ে
বুকে
বুলেট ভরে নিয়ে বন্দুকে
পুরুষ ঘষে ঘষে
মাচায় উঠে বসে
খাঁচার খেলাটাকে
খোলা মাঠেই চুকিয়ে
নেবে



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link