Tobu Mone Rekho

তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো

যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও
ছায়ার মতন আছি না আছি
মনে রেখো

যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে
তবু মনে রেখো

যদি পড়িয়া মনে
যদি পড়িয়া মনে
ছলছল জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো

মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link