Koto Ojanare Janaile

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই
দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই
কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই

পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কী জানি কী হবে
নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই
জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে
চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে
জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে
চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে
তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর
সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই
(কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই)



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link