Mon Ora

তুই যদি মনে করিস
পেড়ে দিতে পারি তারা
বিনিময়ে প্রেম দিলে হতে পারি
সব হারা

আমি যে শুধু তোকে দিলাম
হৃদয়ের চাবিকাঠি
তোর ইশারাতে হাসি
তোর প্রেমে দিশেহারা

আজকে ঘুমা তুই আরো একটু সময়
পাহারায় তোর কাছে পাবি তুই আমায়
তোর অনুমতি নিয়ে রোজ ভোর মুখ তোলে
তোর ইশারাতে মেঘ আগমনী গান শোনায়

তুই হলি আমার আকাশ, আর আমি তোর মাটি
দাবদাহের অবসান, নামিস হয়ে বৃষ্টি
ঝুঁকে আমার ঠোঁট যখন তোর কপালে রাখি
সব ভুলে নিজেকে শুধু তোরেতেই খুঁজি

মন ওড়া-ওড়া
মন ওড়া-ওড়া
মন ওড়া, ওহ
মন ওড়া, ওহ
Yeah, মন ওড়া-ওড়া
মন ওড়া-ওড়া
মন ওড়া (oh yeah-yeah)
মন ওড়া-ওড়া, ওহ

তুই যদি শেষ বেলায়
দেখা দিস পরে গরদের শাড়ি
বাসা ফেরত যত পাখি
তোর কাছে এনে দিতে পারি, ওহ

তুলশী তলায় দেখি তোকে
আমি আরো অপরূপে
হতে পারি নবাব
তবু তোর কাছে সবটুকু হারি

তোর লাল রাঙা টিপ
মনে করায় অষ্টমীর অঞ্জলি
তোর টোল পড়া গাল
যেন ইদের চাঁদ মনে করি (মন্দিরে-মসজিদে)

তোর বার্তা বয়ে আনে
যত সোনালি সূর্যকণা (মন্দিরে-মসজিদে)
আজকে খুশির দিন
গান গেয়ে যত শুকসারী, ওহ

তুই হলি আমার আকাশ, আর আমি তোর মাটি
দাবদাহের অবসান, নামিস হয়ে বৃষ্টি
ঝুঁকে আমার ঠোঁট যখন তোর কপালে রাখি
সব ভুলে নিজেকে শুধু তোরেতেই খুঁজি

মন ওড়া-ওড়া
মন ওড়া-ওড়া
মন ওড়া, ওহ
মন ওড়া, ওহ
Yeah, মন ওড়া-ওড়া
মন ওড়া-ওড়া
মন ওড়া (oh yeah-yeah)
মন ওড়া-ওড়া, ওহ



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link