Shomoy Nei Aar

কে রাখেনি তারই কথা
আমি চাইনি তোমারই চাওয়া
কেউ আসেনি এ কারখানাতে
তোমার কথা শুনে যায় হারাতে

কোনদিনও আমায় দেখে
কোনদিনও আমায় ভেবে

সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর

কেউ দেখেনি তোমার আগমন
কেউ বোঝেনি তোমার প্রয়োজন
কোনদিনও তোমায় দেখে
কোনদিনও তোমায় ভেবে

সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর

এখন কি হবে
সবার দিকে তাকিয়ে
কত কি দেখার আছে
এই কারখানাতে

সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link