Ekta Chhaya

একটা ছায়া সারাক্ষণ
আমার পেছনে হাঁটে
অলিগলি ফুটপাথে
ট্র্যাফিক জ্যাম আর পথেঘাটে
কড়া নাড়ে রাতদুপুরে

জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে
সে কোন আঁচড় কাটে
কড়া নাড়ে রাতদুপুরে
জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে
সে কোন আঁচড় কাটে

নিঃশ্বাসে কে যে যায়
নিঃশ্বাসে ফিরে আসে
হৃদয় এর গহীন পথে
নীরবে কে যে হাঁটে
ঘাসফড়িং লুকোচুরি
মনের শূন্য মাঠে
কড়া নাড়ে রাতদুপুরে
জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে

সে কোন আঁচড় কাটে

বিশ্বাসে বেঁধে হায়
বিশ্বাসে রাখি তারে
সাজানো মনেরই ঘরে
রেখেছি সোনার খাটে
কাটছে দিন প্রতিদিন
প্রেমেরই মন্ত্র পাঠে
কড়া নাড়ে রাতদুপুরে
জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে
সে কোন আঁচড় কাটে

একটা ছায়া সারাক্ষণ
আমার পেছনে হাঁটে
অলিগলি ফুটপাথে
ট্র্যাফিক জ্যাম আর পথেঘাটে
কড়া নাড়ে রাতদুপুরে
জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে
সে কোন আঁচড় কাটে

কড়া নাড়ে রাতদুপুরে
জানালার কড়িকাঠে
ধীরে ধীরে আমার মনে
সে কোন আঁচড় কাটে



Credits
Writer(s): Bappa Mazumder, Mas Masum
Lyrics powered by www.musixmatch.com

Link