Kichhu Bolbo

কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম

দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন-মনে, মালা গাঁথো
গাও গুন-গুন গুঞ্জরিয়া
যূথীকুঁড়ি নিয়ে কোলে

কিছু বলব বলে এসেছিলেম

সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে
সারা আকাশ-

মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল-মেঘে মৃদুল হাওয়ায়
অলক দোলে

কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম



Credits
Writer(s): Rabindranath Thakur
Lyrics powered by www.musixmatch.com

Link