Aamar Jhirno Paata Jabar Bela

আমার জীর্ণ পাতা-
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা-

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা-

তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে
তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে

নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে
নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে

জীর্ণ পাতা-
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা-

ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে
ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে

দিনের শেষে নিবল যখন পথের আলো
সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল
দিনের শেষে নিবল যখন পথের আলো
সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল

তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে
শূণ্যে আমার উঠলো তারা সারে সারে

জীর্ণ পাতা-
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা-

আমার জীর্ণ পাতা-



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link