Ke Jaane Maa

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
মহামায়ারূপিণী
বিরাজ সর্বত্র তুমি মা বিশ্বব্যাপিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

প্রথমে মা মহাকালী, দ্বিতীয়ে মা তারা
তৃতীয়ে ষোড়শীরূপে পুরিলে ত্রিপুরা
চতুর্থে ভুবনেশ্বরী, পঞ্চমে ভৈরবী নারী
কেমন বিচিত্রিময়ী হর-মন-বিমোহিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

ষষ্ঠে ছিন্নমস্তা রূপ ধারণ করিলে
নিজ মুণ্ড খণ্ড করি করেতে ধরিলে
তিন ধারে রক্ত পড়ে, একধারা নিজে পান করে
দুই ধারা দুই ধারে পড়ে, দুই ধারে দুই যোগিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া

সপ্তমে ধূমাবতী, অষ্টমে বগলা
নবমে মাতঙ্গীরূপ, দশমে কমলা
আসা যাওয়া বারেবার, মা
আসা যাওয়া বারেবার, প্রাণে তো সহে না আর
নিজ গুণে দয়া করো, অজ্ঞানে জ্ঞানদায়িনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া
মহামায়ারূপিণী
বিরাজ সর্বত্র তুমি মা বিশ্বব্যাপিনী

কে জানে মা তব মায়া
কে জানে মা তব মায়া



Credits
Writer(s): Traditional, Arup Pranay
Lyrics powered by www.musixmatch.com

Link