Eito Hethay

এই তো হেথায় কুঞ্জছায়ায় স্বপ্নমধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাব
তোমায়-আমায় হেসে-খেলে কাটিয়ে যাব দোহে
স্বপ্নমধুর মোহে

এই তো হেথায় কুঞ্জছায়ায় স্বপ্নমধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাব
তোমায়-আমায় হেসে-খেলে কাটিয়ে যাব দোহে
স্বপ্ন মধুর মোহে

কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে
কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে
কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে

রইব জেগে মুখোমুখি মিলন-আগ্রহে
স্বপ্নমধুর মোহে

এই তো হেথায় কুঞ্জছায়ায় স্বপ্নমধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাব
তোমায়-আমায় হেসে-খেলে কাটিয়ে যাব দোহে
স্বপ্নমধুর মোহে

এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি

এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি

অভিসারের অভিলাষে রইবে তুমি আমার সাথে
জীবন মোদের যাবে ভরে তাদের সমারোহে
স্বপ্নমধুর মোহে

এই তো হেথায় কুঞ্জছায়ায় স্বপ্নমধুর মোহে
এই জীবনে যে ক'টি দিন পাব
তোমায়-আমায় হেসে-খেলে কাটিয়ে যাব দোহে
স্বপ্নমধুর মোহে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link