Harano Hiya

হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার

চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা, মলিন ফুল-দল
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা, মলিন ফুল-দল
বৃথাই কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবস-যামী

হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
হারানো হিয়ার

এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ভুল
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ভুল

কী দিয়ে আবরণ করি ও চরণ
নিভিছে জীবন, জীবন-স্বামী
নিভিছে জীবন, জীবন-স্বামী

হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার



Credits
Writer(s): Kaji Nazrul Islam, Kaji Najrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link