Shamanno A Poth

ফিরবো না আর জেনেও আমি
পাখির আশায় বাঁধি বুক
কেউ জানে না আমার মত
স্বপ্ন দেখে এতো সুখ
মনের ভুলেও ভাঙতে পারো
সামান্য এই পথটুক

ফিরবো না আর জেনেও আমি
পাখির আশায় বাঁধি বুক
কেউ জানে না আমার মত
স্বপ্ন দেখে এতো সুখ

মনের ভুলেও ভাঙতে পারো
সামান্য এই পথটুক

খুব বেশি নয় দুরত্বটা
দুজনারই একই শহর
সুখ ভাবনায় আগলে রাখি
দুচোখেতে জলের নহর
মনের ভুলেও ভাঙতে পারো
সামান্য এই পথটুক

এ অপেক্ষা অকারণে, হায়
বলতে পারো তুমিও তো
তোমার আশায় বাঁচি আমি
এ আশাটাই বাঁচার ছুঁতো
মনের ভুলেও ভাঙতে পারো
সামান্য এই পথটুক



Credits
Writer(s): Bappa Mazumder, Zulfiqer Russell
Lyrics powered by www.musixmatch.com

Link