O Sahan Gahana Badan

ও সহন সঘন বাদল গগনে গরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে
ও ঝিলিক ঝিলিক বিজুলি দিগন্তে তরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে

নদী ওই কূলে কূলে দুকূল ভেসে গেল
নদী ওই কূলে কূলে দুকূল ভেসে গেল
জীবনের জোয়ার এসে প্লাবনে মাতালো

মনতরী স্রোতে হারাল যে
খোঁজে, শুধু তোমায় খোঁজে

ও সহন সঘন বাদল গগনে গরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে
ও ঝিলিক ঝিলিক বিজুলি দিগন্তে তরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে

কত না সঘন নিশারে তুমি স্বপ্ন
কত না সঘন নিশারে তুমি স্বপ্ন
ভেঙে গেল কী জানি কখন পরম লগ্ন

তুমি কোথা, কাঁদে ব্যাকুল মন যে
খোঁজে, শুধু তোমায় খোঁজে

ও সহন সঘন বাদল গগনে গরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে
ও ঝিলিক ঝিলিক বিজুলি দিগন্তে তরজে
মন আনমন হল আমার, বোঝালে না বোঝে
খোঁজে, শুধু তোমায় খোঁজে



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link