Char Deyal

চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
দরজাটাতে অনেক দিনের
অনেক দিনের ঘুণ
জানলা ছুঁয়ে কোন সে দূরের মেঘ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
দরজাটাতে অনেক দিনের
অনেক দিনের ঘুণ
জানলা ছুঁয়ে কোন সে দূরের মেঘ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম

মনের ভিতর ভুলগুলো ভুল
ভুল শরীরে বাস
চোখের কোণে জ্বলন্ত সব রাত
প্রসারিত হাতের মাঝে
ভুলের চাষবাষ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম

চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
দরজাটাতে অনেক দিনের
অনেক দিনের ঘুণ
জানলা ছুঁয়ে কোন সে দূরের মেঘ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম

অন্য মানুষ বুকের ভেতর
মনের ভেতর বাস
বুকটা জুড়ে অচেনা চাষবাষ
অচীন হাওয়া জানলা জুড়ে
পোড়ায় বারোমাস
দরজাটাতে অনেক দিনের ঘুণ

চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
দরজাটাতে অনেক দিনের
অনেক দিনের ঘুণ
জানলা ছুঁয়ে কোন সে দূরের মেঘ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম

হো...
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম
দরজাটাতে অনেক দিনের
অনেক দিনের ঘুণ
জানলা ছুঁয়ে কোন সে দূরের মেঘ
চার দেয়ালে বন্দী ভোরের ঘুম

লা লা...



Credits
Writer(s): Rana, Ratul
Lyrics powered by www.musixmatch.com

Link