Ami Tomay Vulini

সজনী, আমি তো তোমায় ভুলিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি
এ বুকে তুমি আছো, আগেরই মতোই আছো
তুমি ছাড়া এ জীবন আজও ভাবিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি

কী করে সব বলো যাই গো ভুলে?
ও, কী করে সব বলো যাই গো ভুলে?
তুমি যে আমার কত আপন ছিলে
জীবনে তুমি আছো, হৃদয়ে মিশে আছো
আর কারো বুকে তাই সুখ খুঁজিনি

সজনী, আমি তো তোমায় ভুলিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি

আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি?
ও, আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি?
যত তুমি ব্যথা দাও সইতে পারি
বেদনার ওই নীলে দু'চোখ ভরে দিলে
আর কারো চোখে তাই চোখ রাখিনি

সজনী, আমি তো তোমায় ভুলিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি
এ বুকে তুমি আছো, আগেরই মতোই আছো
তুমি ছাড়া এ জীবন আজও ভাবিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি
সজনী, আমি তো তোমায় ভুলিনি



Credits
Writer(s): Pronob Ghosh, Rr
Lyrics powered by www.musixmatch.com

Link