Ektai Prosno Amar

একটাই প্রশ্ন আমার ...
কেনো ভালোবাসোনি .
আমাকে দুঃখ দিতে .
একটু কি তুমি ভাবোনি .
এতোটা কাঁদতে হবে...
আগে আমি বুজিনি .
ও আমার সুস্মিতা দিয়েছো যে কথা
সে কথা কেনো রাখোনি

মন ভেঙ্গে দিয়ে
কাঁদিয়ে আমাকে
কষ্টের আল্পনা
এঁকে দিলে এ বুকে
এতো বড়ো ছলনা.
মেনে নিতে পারিনি
ও আমার সুস্মিতা দিয়েছো যে কথা
সে কথা কেনো রাখোনি

ভালোবাসা ভুলে
গেছো দূরে চলে .
বিরহের স্মৃতি গুলো
গেছো তুমি পেলে
এতো ব্যথা বেদনা ভুলে যেতে পারিনি
ও আমার সুস্মিতা দিয়েছো যে কথা
সে কথা কেনো রাখোনি



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link