Ei Prithibir Pore

এই পৃথিবীর 'পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?

এই পৃথিবীর 'পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?

তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়

তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়

ফুলের কানে, পাখির গানে
ফুলের কানে, পাখির গানে
কত না কথা রয় অগোচরে

এই পৃথিবীর 'পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?

সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায়ে ধূপ
গন্ধ বিলায়

সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায়ে ধূপ
গন্ধ বিলায়

দীপের কথা, ধূপের ব্যথা
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে

এই পৃথিবীর 'পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?

এই পৃথিবীর 'পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?
কখনও কারও মনে পড়ে?
কখনও কারও মনে পড়ে?



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link