Amar Godhuli Logone

আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে
আমার গোধূলিলগন
বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে
আমার গোধূলিলগন

শেষ করে দিল পাখি গান গাওয়া
নদীর উপরে পড়ে এল হাওয়া
শেষ করে দিল পাখি গান গাওয়া
নদীর উপরে পড়ে এল হাওয়া
ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে
আসিছে মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে
আমার গোধূলিলগন

আমার দিন কেটে গেছে কখনো খেলায়
কখনো কত কী কাজে
এখন কি শুনি পুরবীর সুরে কোন দূরে বাঁশি বাজে
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে
আলোকের আভা লেগেছে আকাশে
বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে!
সারা হল কাজ, কেন মিছে আজ ডাক মোরে আর কাজে

আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে
আমার গোধূলিলগন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link