Reshmi Churir

রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
পথের মাঝে চমকে কে গো থমকে যায় ঐ শরম-নতা
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে

কাঁখ-চুমা তার কলসি-ঠোঁটে
কাঁখ-চুমা তার কলসি-ঠোঁটে
উল্লাসে জল উলসি ওঠে
অঙ্গে নিলাজ পুলক ছোটে
অঙ্গে নিলাজ পুলক ছোটে
বায় যেন হায় নরম লতা

রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে

অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশিকে
হানলে দিঠি পিয়াস-জাগা
হানলে দিঠি পিয়াস-জাগা পথবালা এই উর্বশীকে

শূন্য তাহার কন্যা হিয়া
শূন্য তাহার কন্যা হিয়া
ভরল বঁধুর বেদনা নিয়া
জাগিয়ে গেল পরদেশিয়া
জাগিয়ে গেল পরদেশিয়া
বিধুর বধূর মধুর ব্যথা

রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরম কথা
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link