Ekhan Dheu Er Samne (From "Selfie")

এখন ঢেউয়ের সামনে এসে বসতেই
আমি দেখলাম আমি নিঃস্ব
আমার স্মৃতি আরেক সমুদ্র
যা দিনে দিনে চিত্রার্পিত হয়েছে
তাই স্থির কোনো কাঁপন দৃশ্যমান হয় না

মানুষই তার পরিণতিকে তরঙ্গ দেয়
এই কথা সত্য কি না আমি সমুদ্রকে প্রশ্ন করেছিলাম একদিন
নোনা হাওয়ায় একদিন চুল উথাল হয়েছিল তোমার
আমি কোনোদিন তোমাকে একটা শাঁখের মতো বাজাতে চেয়েছিলাম



Credits
Writer(s): Soumitra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link