Aachho Aamar Hriday

আছ আমার হৃদয় আছ ভরে
এখন তুমি যা-খুশি তাই করো
এমনি যদি বিরাজ অন্তরে
বাহির হতে সকলি মোর হরো
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ কর প্রাণ
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক খরতর

এই যে খেলা খেলছ কত ছলে
এই খেলা তো আমি ভালোবাসি
এক দিকেতে ভাসাও আঁখিজলে
আরেক দিকে জাগিয়ে তোল হাসি
যখন ভাবি সব খোয়ালেম বুঝি
গভীর করে পাই তাহারে খুঁজি
কোলের থেকে যখন ফেল দূরে
বুকের মাঝে আবার তুলে ধর



Credits
Writer(s): Tamal Halder
Lyrics powered by www.musixmatch.com

Link