Tomay Amay Mile

তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই
তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই

আহা সেই দেশে দু'জনায় স্বপ্ন দিয়ে
বাঁধবো বাসা তরুছায়
জীবনের স্বর্গ যে গড়বো মোরা
আমার মাটির আঙিনায়

আহা সেই দেশে দু'জনায় স্বপ্ন দিয়ে
বাঁধবো বাসা তরুছায়
জীবনের স্বর্গ যে গড়বো মোরা
আমার মাটির আঙিনায়

ছন্দে-সুরে, হৃদয় জুড়ে
ফাগুনের বাঁশি যে বাজবে সদাই
গান গেয়ে যাই, আমি সেই দেশে যাই

তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই

মোর স্বপ্নপুরের সাতমহলে
ইন্দ্রধনুর দীপ জ্বালা
স্বপ্নপুরের সাতমহলে
ইন্দ্রধনুর দীপ জ্বালা
সেইখানে মধু নিশি জাগবো
ওগো মধুমালা

আহা সেই দেশে চিরদিন ফুলের হাসি
বসন্ত হয় নাকো শেষ
জীবনের সুর হয় মিলন মধুর
ফুরায় নাকো তারই রেশ

আহা সেই দেশে চিরদিন ফুলের হাসি
বসন্ত হয় নাকো শেষ
জীবনের সুর হয় মিলন মধুর
ফুরায় নাকো তারই রেশ

স্বপ্নে গড়া, আশায় ভরা
সে দেশে মেটে যে সব কামনাই
মন বলে যাই, আমি সেই দেশে যাই

তোমায় আমায় মিলে বাঁধবো যেথা ঘর
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই
সেই দেশে যাই, আমি সেই দেশে যাই



Credits
Writer(s): Pronab Roy, Pabitra Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link