Shudhu Bhul Hoye Jay

শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়
শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়
তুমি যে আমার নেই, সে কথা ভাবতেই
চোখের নদীর দু'টি কূল বয়ে যায়
শুধু ভুল হয়ে যায়
শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়

জানি না কি করেছি পাপ
জীবন ভরে শুধু পেয়েছি অভিশাপ
জানি না কি করেছি পাপ
জীবন ভরে শুধু পেয়েছি অভিশাপ
বর তো দিলো না কেউ
জীবনের ভুল যাতে ফুল হয়ে যায়

শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়

মানে না যে কিছুতেই মন
তোমার কথা ভেবে কেঁদে যায় দু'নয়ন
মানে না যে কিছুতেই মন
তোমার কথা ভেবে কেঁদে যায় দু'নয়ন
হায়রে ভালোবাসা, কেন যে এমন করে শূল হয়ে যায়

শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়
শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়
তুমি যে আমার নেই সে কথা ভাবতেই
চোখের নদীর দু'টি কূল বয়ে যায়
শুধু ভুল হয়ে যায়
শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়, শুধু ভুল হয়ে যায়



Credits
Writer(s): Milton Khondokar
Lyrics powered by www.musixmatch.com

Link