Kadamberi Kanan

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া, ছায়া খেলে
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে, হাওয়ায় হেলে
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া, ছায়া খেলে

বরষনের পরশনে শিহর লাগে বনে বনে
বরষনের পরশনে শিহর লাগে বনে বনে
বিরহী এই মন যে আমার সুদূরপানে পাখা, পাখা মেলে
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া, ছায়া খেলে

আকাশপথে বলাকা ধায় কোন সে অকারণের বেগে
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে
আকাশপথে বলাকা ধায় কোন সে অকারণের বেগে
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে

ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়মাঝে?
ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়মাঝে?
স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ, চরণ ফেলে

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া, ছায়া খেলে
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে, হাওয়ায় হেলে
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া, ছায়া খেলে



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link