O Bhai Kanai Kare

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ
ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ
তিনটে-চারটে পাস করেছি, নিতান্ত নই মূর্খ
তিনটে-চারটে পাস করেছি, নিতান্ত নই মূর্খ
ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ
ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ

তুচ্ছ সা-রে-গা-মা'য় আমায় গলদঘর্ম ঘামায়
তুচ্ছ সা-রে-গা-মা'য় আমায় গলদঘর্ম ঘামায়
বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম
বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম
এই বড়ো মোর দুঃখ কানাই রে, এই বড়ো মোর দুঃখ

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ
ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ

বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে
হৃদয়খানা ঘুরে মরে gramophone-এর disc-এ
বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে
হৃদয়খানা ঘুরে মরে gramophone-এর disc-এ

কণ্ঠখানার জোর আছে তাই
লুকিয়ে গাইতে ভরসা না পাই
কণ্ঠখানার জোর আছে তাই
লুকিয়ে গাইতে ভরসা না পাই
স্বয়ং প্রিয়া বলেন, "তোমার গলা বড়োই রুক্ষ"
স্বয়ং প্রিয়া বলেন, "তোমার গলা বড়োই রুক্ষ"
এই বড়ো মোর দুঃখ কানাই রে, এই বড়ো মোর দুঃখ

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ
ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link